রাজনীতি

মাদরাসাছাত্র রেজাউলের খুনিদের গ্রেফতারে আলটিমেটাম

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ১১:৩৮:৪৯

0Shares

শেয়ার করুন

মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের পর দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছিলাম। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাদের সমাবেশের মাঝে পড়ে আমার ভাই মারা গেছে। কিন্তু আওয়ামী লীগ কোনো দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি। আমাদের দুর্বল ভাবলে চলবে না। আমরা দেশের সমাজ পরিবর্তন করতে কাজ করি। আমার ভাইয়ের হত্যার বদলা নিয়ে আমরা ঘরে ফিরব।

হেফাজতে ইসলামের মামুনুল হকের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ভারতকে খুশি করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার করেছে তারাও জানে উনি ‘নিরপরাধ’। এ দেশে আইনের শাসন থাকলে মামুনুল হক মুক্ত হতেন। এসব কর্মকাণ্ড এ দেশের জনগণ মেনে নেবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আন্দোলন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয় হাফেজ রেজাউল করিমের হত্যার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু তার খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। আর এই হামলা যদি বিরোধীদলের কেউ করত তাহলে এতক্ষণে তার ১৪ গোষ্ঠীকে গ্রেফতার করা হতো। তারা শান্তি সমাবেশের মাধ্যমে জাতিকে শান্তির পরিবর্তে অশান্তি দিচ্ছে।’

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই নেতা বলেন, ‘ওই দিন শান্তি সমাবেশের মধ্যে একজন নিরীহ মাদরাসাছাত্রকে হত্যা করা হয়েছে, এটা নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার অচিরেই করতে হবে। রেজাউল করিম একজন হাফেজ, সে মাদরাসায় পড়াশোনা করত। ঘটনার দিন ওষুধ নেওয়ার জন্য সে এসেছিল, তার কোনো অপরাধ ছিল না। সরকার বিগত ১৫ বছরে অনেক মায়ের কোল খালি করেছে। সামনে আর কোনো সন্তানকে এভাবে জীবন দিতে দেওয়া হবে না।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ অনেকে।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content