খেলাধূলা

সাকিবকে অধিনায়কত্ব দেওয়া উচিত’

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৩ , ৯:৪৮:৩৩

0Shares

শেয়ার করুন

 

আচমকা অবসর কাণ্ডের পর ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও ইনজুরিতে ভোগা তামিম ইকবালের অধিনায়কত্ব অনিশ্চয়তার সুতোয় ঝুলছিল। শেষমেশ ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টাইগার এই ব্যাটার। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে- কে হবেন এই ফরম্যাটের নতুন অধিনায়ক। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে রেখে অভিজ্ঞ সাকিব আল হাসানকে নেতৃত্বে দেখতে চান সাবেক টাইগার পেসার নাজমুল হোসেন।

নাজমুল হোসেন বলেন, ‘আমি বলব যেহেতু সামনে বড় টুর্নামেন্ট আছে সেই হিসেবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ঘিরে সাকিবকে দিলেই ভালো হয়। কারণ বড় আসরে নেতৃত্বভার নেওয়ার মতো এবং কঠিন সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সাকিবের আছে। অনেক দিন ধরেই যেহেতু অধিনায়কত্ব সে করছে, এখনো সে বাকি দুই ফরম্যাটের অধিনায়ক। সবকিছু মিলিয়ে সাকিবকে দিলেই ভালো।’

সাবেক টাইগার  নাজমুল হোসেন।
সাবেক টাইগার  নাজমুল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপ এবং এশিয়া কাপের যে দলটা আছে সেটা বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। যে সব খেলোয়াড়রা আছে ওরা কিন্তু দুই আড়াই বছর ধরে খেলছে। আর সাকিব সবকিছু তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। এ কারণে সাকিব হলে সবথেকে ভালো হবে ওর কাছে কোনো সমস্যা না, সবকিছু সে দ্রুতই আয়ত্ত করতে পারে।’

বিশ্বকাপের বছরে তামিমের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না এমন প্রশ্নে নাজমুল বলেন, ‘আমার কাছে মনে হয় তামিম ইকবাল অনেক বছর ধরে ক্রিকেট খেলছে। যাই বলি না কেন তামিম যেহেতু ইনজুরিতে এক্ষেত্রে আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ইনজুরি নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা আসলে খুব কঠিন ব্যাপার। আমি আশা করবো তামিম দ্রুত ফিট হয়ে মাঠে ফিরবে। সামনে বিশ্বকাপ যেহেতু তার ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content