সারাদেশ

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৩:০৪:১০

শেয়ার করুন

সাভার উপজেলা প্রতিনিধি-সভারে বংশী নদীর তীরে গড়ে ওঠা পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রাসেল ইসলাম নূর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিকেলে সাভারের নামাবাজার এলাকায় বংশী নদীর তীরে অবৈধ দখলদারের কাছ থেকে ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। অবৈধ স্থাপনা সমূহের মধ্যে ছিলো- দুটি দোতলা ভবন এবং তিনটি একতলা টিন শেড গোডাউন।

উদ্ধারকৃত জমিটি নদী শ্রেণি হওয়ায় জমিটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নদীর অবৈধ দখল প্রতিরোধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এস. এম রাসেল ইসলাম নূর।

মো: আব্দুল কাদের/


শেয়ার করুন

আরও খবর

Sponsered content