সাভার ঢাকা:- সাভারে মোঃ মজিবর রহমান (৬২) একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত মধ্য রাজাশন এলাকায় মুদি দোকানদারী করে আসতেছে। গত ০৭/০৫/২৩ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকার দিকে তিনি তার দোকানে দোকান করার জন্য গেলে অজ্ঞাতনামা একজন ব্যক্তি তাকে ০৫ কেজি চাল দিতে বলে। তিনি অর্থাৎ মজিবর রহমান চাল আনতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তির অপর এক বা একাধিক সহযোগী এক ফাকে মজিবর রহমান এর ব্যগে থাকা নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং ০৬ (ছয়) টি মোবাইল ফোন চুরি করিয়া নিয়া যায়। অতঃপর এই সংক্রান্তে জনৈক মজিবর রহমান বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-৬২, তারিখ-১৬/০৫/২৩ খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড রুজু করেন। গত ২২/০৭/২০২৩ খ্রি. তারিখ ঢাকা জেলার পুলিশ সুপার, মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) উক্ত মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর ন্যস্ত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার চোরাইকৃত মালামাল উদ্ধার এবং আসামীদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন। তাহার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার, আশুলিয়া এবং ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৯/০৮/২০২৩ খ্রি. তারিখ বিকেলে আসামী ১। মোঃ নেছার (৬০), পিতা-মৃত সোনা মিয়া পেদা, মাতা-মৃত জেলমন বিবি, সাং-লালটেক আমতলা, রাসেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ অলি (৩৮), পিতা-সামির আলী সরদার, মাতা-ফিরোজা বেগম, সাং-হরিনাথপুর, থানা-হিজলা, জেলা-বরিশাল, এ/পি সাং-ভাটপাড়া, নয়াবাড়ী ইদগাহ মাঠের সাথে রশিদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। মোঃ সেন্টু (৫২), পিতা-মৃত ছিফের হাওলাদার, মাতা-বানু বিবি, সাং-বয়ান, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-দক্ষিন রাজাশন (বেলজিয়াম মাঠের সাথে), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ধৃত করিয়া হেফাজতে গ্রহন করেন এবং তাহাদের নিকট হতে চোরাইকৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা চুরির ঘটনাটি স্বীকার করে। তাহাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগীতায় দোকান পাট এবং ঘর-বাড়ীতে চুরি করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করেন।
উক্ত চুরির ঘটনার সাথে আরো কারা জড়িত আছে সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
মোঃ আব্দুল কাদের/
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ