প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৪:৪৪:১১
অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশী নাগরিকের হেলিকপ্টার তৈরি।নাম তার ইকবাল হোসেন। পেশায় মোটরসাইকেল মেকানিক। রংপুরের বদরগঞ্জের আম্বিয়া ঘাটায় মোটরসাইকেল মেরামতের একটি গ্যারেজ রয়েছে তার।
তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি হেলিকপ্টার বানিয়েছেন। তাঁর দাবি রংপুরের আম্বিয়া ঘাটা থেকে তার হেলিকপ্টারে ঢাকায় আসতে ৯০ মিনিট সময় লাগবে। এটিতে ৬ জন মানুষ বহন করা যাবে। তিনি এটিকে অ্যাম্বুলেন্স কপ্টার হিসেবে রূপ দিতে পারবেন। উড্ডয়ন পরীক্ষার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, সরকার এসব মেধাবীদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন এমনটি প্রত্যাশা। সারাজীবন কেএফসি’র গল্প শুনেছি। এখন ইকবাল হোসেনদের গল্প মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।
রিয়াজুল রাজ/