ইসলাম

আইয়ামে বীজের ৩ টি সিয়ামের যে ফযিলত।

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৭:০৬

শেয়ার করুন

আইয়ামে বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়াম অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস থেকে এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। এ রোজাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নত।

তাই চলুন আমরা সাধ্যমতো প্রত্যেকে পরিবারের সকলকে নিয়ে নফল সিয়ামগুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সিয়াম পালনকারী বান্দাকে আল্লাহ এত পরিমাণ প্রতিদান দিবেন যে বান্দা আনন্দিত হয়ে যাবে।

ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আইয়ামে বীজ অর্থৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য।
(আবু দাউদ ২৪৫১)

আল্লাহ আমাদের সকলকে প্রতি চান্দ্র মাসের এ তিন দিন অর্থাৎ আইয়ামে বীজের সিয়ামগুলো রাখার তাওফিক দান করুন। আমীন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content