প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ২:৩৯:২৬
কাজী নজরুল ইসলামের বয়স তখন ৩০। কলকাতার অ্যালবার্ট হলে আয়োজন করা হয় কবি-সংবর্ধনা সভা। বিরাট সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার সব অঙ্গনের বড় বড় লোকেরা।
নেতাজি সুভাষ চন্দ্র বোস সেদিন বলেন, ‘ভারতবর্ষ যেদিন স্বাধীন হবে, বাঙালির জাতীয় কবি হবেন কাজী নজরুল ইসলাম।’
দ্বিধাহীনভাবে নেতাজির জবাবে কবি বলেন, ‘এই দেশে এই সমাজে জন্মেছি বলে, আমি শুধু এই দেশেরই এই সমাজেরই নই। আমি সকল দেশের, সকল মানুষের। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই আমি জন্মগ্রহণ করি, সে আমার দৈব। তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি।’
আফসোস! কবিকে আমরা বাঙালীরা তখনও চিনতে পারিনি। এখনো না।
কাজী নজরুলদের মতো কবিরা প্রতি শতাব্দীতে আসেনা।
বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্বের সকল শোষিত মানুষের প্রতিবাদের অন্যতম কন্ঠস্বর আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে ৪৭ বছর ধরে শুয়ে আছেন তিনি।