প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০১:১০
পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নাজিরাবাজার হানিফ বিরিয়ানির পাশে ছোট দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পোনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই দোকানের অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হননি।