সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় জিসাফোর বর্ণাঢ্য র‍্যালি

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ২:৪৭:১৬

শেয়ার করুন

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি করছে বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সাথে গিয়ে শেষ হয়। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই র‍্যালি ও শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়ে সমাবেশ সফল করে। জিসাফো’র র‍্যালিতে উপস্থিত ছিলেন,সংগঠনটির প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড.মুহাম্মদ হারুনুর রশিদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি কেএম হারুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দপ্তর প্রধান মাহফুজ হক সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নের্তৃবৃন্দ।


শেয়ার করুন