প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৯:৪৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মুখোমুখি ওই সাক্ষাৎ হয়।
গণভবনে যাওয়ার আগে ধানমন্ডি ৩২ নম্বর সড়কস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধবন্ধু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান। এরপর সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার একান্ত এবং আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হয়।
এদিকে আজ বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিদায়ে আগে রাশিয়ায় পড়াশোনা করা বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।