সারাদেশ

প্রি-প্রেইড মিটারে ব্যাটারি ড্যামেজে দিশেহারা গ্রাহক, বিদ্যুৎ অফিস বলছে সংরক্ষিত নেই

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০০:৫২

শেয়ার করুন

সাভার উপজেলা প্রতিনিধি-সাধারণ গ্রাহকদের মধ্যে ভোগান্তির আরেক নাম বিদ্যুতের প্রি-পেইড মিটার। ভুয়া বিলের হয়রানি থেকে মুক্তি পেতে প্রি-পেইড এসেও মিলেনি গ্রাহকের মুক্তি। কার্ডে টাকা রিচার্জ করার আগেই নানা নামে কেটে নেয়া হয় টাকা। আবার বছর না পেরুতেই মিটারের ব্যাটারি শেষ হয়ে সংযোগ হচ্ছে বিচ্ছিন্ন। এমন ভোগান্তি থেকে রেহাই তো দূরের কথা ব্যাটারি সংকটে দিনের পর দিন বন্ধ থাকছে মিটার। বিদ্যুতের প্রি-পেইড মিটারে ভোগান্তির ঘটনা নতুন নয়। এবার নতুন করে যুক্ত হয়েছে ব্যাটারি ড্যামেজ (নষ্ট) সমস্যা। ব্যাটারি নষ্ট হওয়ার পর মেরামত করতে গ্রাহককে ছুটতে হয় বিদ্যুত অফিসে। তাও টাকার বিনিময়ে। আর এ সমস্যাকে পুঁজি করে একটি দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে আদায় করছে হাজার হাজার টাকা। সেখানেও নতুন করে বেধেছে জটিলতা। বিদ্যুৎ অফিসে প্রি পেইড মিটারের ব্যাটারি না থাকায় গ্রাহকদের মিটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে থাকতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে আশুলিয়ার গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, হয়রানির মাধ্যমে পিডিবি’র কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অর্থ আদায় করছেন। প্রি-পেইড মিটারের ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে তা সম্পূর্ণ ফ্রিতে সরকারের পক্ষ থেকে রিপ্লেসমেন্ট করার নিয়ম রয়েছে। কিন্তু একটি সিন্ডিকেট পিডিবির লোকবল সমস্যাকে পুঁজি করে ব্যাটারি পরিবর্তনের নামে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এখন আবার টাকা দিয়েও মিলছে না এই সমস্যার সমাধান। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে ব্যাটারি সংরক্ষিত নেই বলে জানিয়ে দিচ্ছে। পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঢাকার আশুলিয়ায় প্রায় ৯৫ শতাংশ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনা হয়েছে। কিন্তু এই প্রি পেইড মিটারের ব্যাটারি ড্যামেজ সমস্যার কারণে সেবা দিতে একটু বিড়ম্বনা হচ্ছে।

মোঃ আব্দুল কাদের/


শেয়ার করুন

আরও খবর

Sponsered content