প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২০:৪২
বিএনপির দেশের মানুষের সম্পৃক্ততা নেই। তাদের নেতাদের ভোট চাওয়ার মুখও নেই। তারা এখন আন্দোলনের শক্তি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রসুলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা মন উজাড় করে দেশের মানুষকে ভালোবাসেন। নামাজ পড়ে দোয়া করেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণই সকল শক্তির মূল। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও অন্যদের মধ্যে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।