প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৫৬:৩০
বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এখন থেকে দেশের বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত সৌদি নাগরিকদের ন্যূনতম বেতন হবে ৪ হাজার রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ২১৮ টাকা। ৫ সেপ্টেম্বর থেকে এই নতুন বেতনকাঠামো কার্যকর হবে।
দেশের শ্রমবাজার শক্তিশালী ও স্থিতিশীল করা এবং বেসরকারি খাতের চাকরিতে নাগরিকদের আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেতন বাড়ানোর জন্য প্রত্যেক কর্মীর মাথাপিছু ৩ হাজার ২০০ রিয়াল ভর্তুকি দেবে মানবসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (হাদাফ) ধেকে দেওয়া হবে এই ভর্তুকির টাকা।
কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শ্রমবাজার চাঙা করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনরা রয়েছে সরকারের। সেসবের মধ্যে বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের বেতন বাড়ানোর ইস্যুটিও ছিল। প্রথম পদক্ষেপ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।