জাতীয়

মার্কিন প্রতিনিধি রেজনিকের সঙ্গে শামা ওবায়েদের বৈঠকের গুঞ্জন

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩৬:০১

শেয়ার করুন

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিকের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠক করেছেন বলে গুঞ্জন তৈরি হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এই বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে দলের পক্ষ থেকে শামা দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বলে ওই সূত্রের দাবি।

বিষয়টি সম্পর্কে শামা ওবায়েদ সাংবাদিকদের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার করেছেন। শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের কোনো বৈঠক হয়নি। আর বৈঠক হলে তো লুকানোর কিছু নেই।’

এ সময় পাল্টা প্রশ্ন করে তিনি আরও বলেন, ‘বৈঠক হলে আমার একার সঙ্গে হবে কেন? এমন কিছু হলে তো দলের সিনিয়র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে।’


শেয়ার করুন

আরও খবর

Sponsered content