অন-লাইন

মৃত্যুদন্ড

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২৫:৫১

শেয়ার করুন

মৃত্যুদন্ড সবকিছু করে দেয় লন্ডবন্ড

বাঁচিবো না আমি হায়, বেধে পরেছি সীমায়
হুকুম হয়ে গেছে মৃত্যুদন্ডের কার্যকর হবে তায়।
হাকিমের কলম খানি বেধে দিয়েছে সময় জানি,
গলাতে পরাবে রশি হায়! মৃত্যু যে আমার হবে ভাই।

দিলেতে হয়েছে বিশ্বাস কেউ দিতে পারেনা আশ্বাস
সব কিছু থামিয়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনি।
মনে পরে যায় অতীত স্মৃতি গুলোর কথা,
সবই যে হলো বৃথা, হিসাব কষি ঠিক বেঠিক।
শুধিতে কি পারিবো হায়! পায়েতে যে শিকল জড়ানো ভাই।

মন বলে ক্ষমা চাহি পায়ে বাঁধা শিকল জানি
ধরিতে চাহি হাত খানি কোথা যে তারা পাই
অনু সূচনায় বার বার মুখে আসে ধর্মের বাণী
বার বার বলি ক্ষমা করে দিও মোর অপরাধ খানি।

হাকিম যদি ভাই একবার সুযোগ দিতো আমায়
সব গ্লনি ধুয়ে মুছে বাঁচিতাম আমি ভালো মানুষের বেশ
দূনিয়া কে তুচ্ছ ভেবে আখেরাত কে সামনে নিয়ে
ধর্মের পথে নিজেকে আমি বিলিয়ে দিতাম।

মানুষের গড়া হাকিম দিয়েছে এ রায় খানি
তাতেই সব কিছু বাদ দিয়ে শুনেছি ধর্মের বাণী
সবচেয়ে বড় যে হাকিম, দিয়েছে যে সব হুকুম
জীবন যে দিন করেছে দান মৃত্যুদন্ড দিয়েছে সেদিনই।

পায়েতে জড়াননি শিকল তবুও শুনছিনা তার কথা
এ হিসাব কিভাবে যে দিবো সেও ভাবিনা আমি
এখনও সময় আছেরে মন সবকিছু দে বির্ষজন
শয়তানের এ শিকল থেকে বের হরে তুই অবশেষে
দ্বীনের পথে চলরে তুই দ্বীনের পথে চল।

মোহাম্মদ কামরুজ্জামান

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট।। (শিক্ষক)

তিনি আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।আমার গুরুজন আমার শ্রদ্ধেয় শিক্ষক।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content