খেলাধূলা

ম্যাচের আগেরদিন টাইগার স্কোয়াডে পরিবর্তন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০০:৪০

শেয়ার করুন

 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বাংলাদেশে দলে যুক্ত হয়েছেন আরেক ক্রিকেটার। ফলে ১৫ জনের দল এখন ১৬ জনে পরিণত হয়েছে। নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ।

আজ (শুক্রবার) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রথম ওয়ানডে খেলেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে কোনো ফল আসেনি। খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সেই তালিকায় ছিলেন সর্বশেষ এশিয়া কাপে অধিকাংশ ম্যাচের একাদশে থাকা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দলে রাখা হয় তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ মাহমুদদের। পেস আক্রমণে অভিজ্ঞ বলতে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার হাসান মাহমুদও দলে যুক্ত হয়েছেন।

আগামীকাল (শনিবার) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content