প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৬:১৫
রোববার ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোড মার্চ রাজশাহী বিভাগীয় কর্মসূচিতে যাওয়ার পথে নাটোরের লক্ষীপুর ইউনিয়নের সৈয়দপুর মোড়ে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের গাড়ি বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে। এ সময় সন্ত্রাসীরা নেতাকর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়।
এ ঘটনায় পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো:রাশেদ রানা,
সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক
রেজওয়ান হোসেন রিদয়, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম ( শরিফ ) সহ জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু, আল- আমিন পাপ্পু, পৌর ছাত্রদল নেতা ইমন ,শাকিল, তুহিন, রিদয়, রোমান, সজিব সহ অসংখ্য নেতাকর্মী আহত হন।
আহত নেতাকর্মীরা স্থানীয় নাটোরের লক্ষীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।