প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৭:৩৭
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়াকে দেখতে যাবেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম।