খেলাধূলা

রাহুল-কোহলির ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩৬:৩৫

শেয়ার করুন

 

 

 

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার যেখানে শেষ করেছিলেন রিজার্ভ ডেতে যেন সেখান থেকেই শুরু করলেন। উইকেট কিছুটা ভেজা থাকলে পেসাররা বাড়তি সুবিধা পায়, তবে কলম্বোতে আজ তেমনটা দেখা যাচ্ছে না। দিনের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন বিরাট কোহলি-লোকেশ রাহুল।

ইতোমধ্যে দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। মাইলফলকে পোঁছাতে রাহুল খেলেছেন ৬০ বল। তার চেয়েও বেশি আক্রমণাত্মক মেজাজে খেলছেন কোহলি। নিজের ৬৬তম ওয়ানডে ফিফটি ছুঁতে খরচ করেছেন ৫৫ বল।

চতুর্থ উইকেটে এই দুইজন মিলে ইতোমধ্যে অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটি গড়েছেন। তাতে বড় সংগ্রহের পথেই হাঁটছে ভারত। ৪১.০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৫৫ রান। ৫৯ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ৭৪ রান।

এর আগে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে তা সম্ভব হয়নি। ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘণ্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। তবে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়েনি। কোনো ওভারও কাটা যায়নি।

 


শেয়ার করুন