প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩০:১৮
রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে সরকার কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২৫ সেপ্টেম্বর) সোনারগাঁও হোটেলে পিএফএম সামিট-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রবাসী আয় বৈধ পথে দেশে আনতে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার । তারপরও কাঙ্খিত মাত্রায় রেমিটেন্স আসছে না। এক্ষেত্রে বিকল্প উপায় খুঁজে বের করার উদ্যোগ নেয়া হয়েছে। অর্থনৈতিক সংকট সামাল দিতে প্রবাসী আয়ের বিকল্প নেই।
তিনি জানান, প্রবাসী আয় বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছে সরকার। এক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, অন্য অনেক দেশের তুলনায় দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো। করোনার আগে মূল্যস্ফীতি, রিজার্ভ, রেমিটেন্স এবং মাথাপিছু আয় অনেক ভালো ছিল। আলোচনায় বলা হয়, সরকারি তহবিল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগাতে হবে। বলা হয়, অনলাইনে সরকারি অনেক সেবা ভোগ করছে সাধারণ মানুষ। আরও বিস্তৃত করতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
সেমিনারে বক্তারা বলেন, সরকারের আয়-ব্যয় ব্যবস্থাপনার উন্নতিকরণে অনেকটা পথ হাটতেঁ হবে সরকারকে। কেননা, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর দক্ষ জনশক্তি আর সাইবার ঝুকিঁর মতো বিষয়গুলো আগামী দিনের বড় চ্যালেঞ্জ ।
এ সময় বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান আবদৌলায়ে সেক জানান, সামষ্টিক অর্থনীতির টেকসইতা নিশ্চিতে বাংলাদেশকে আয়-ব্যয় ব্যবস্থাপনায় ৬ খাতে সংস্কার চালিয়ে যেতে হবে যদিও অর্থমন্ত্রী বলেন অন্যকথা। চলমান মন্দাভাব কাটাতে জরুরিভাবে খতিয়ে দেখা হবে কেনো প্রবাসী আয় কমছে।