সারাদেশ

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫৯:৪০

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা আশাশুনি থানা পুলিশের অভিযানে আজ ২০ সেপ্টেম্বর  একশত গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্ট ভূক্ত ৪ জন সহ  ৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণীতে জানা গেছে,  আশাশুনি থানার  অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই মোঃ মুহিতুর রহমান, এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আশাশুনির বকচরা গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র মুরাদ হোসেনকে  ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় নিয়মিত মামলা নং-২১(৯)২৩ রুজু করা হয়েছে। অপরদিকে জিআর পরোয়ানা- ২০৫/১৬ এর আসামী আশাশুনির গদাইপুর গ্রামের  মোঃ ইসমাইল মোল্যার পুত্র  মনিরুল ইসলাম,  সি আর পরোয়ানা-১০৭/২৩ এর আসামী আশাশুনির কাকবাসিয়া গ্রামের মোঃ জাহান বক্স গাজীর তিন ছেলে  আব্দুল রশিদ গাজী,   মোঃ রমজান গাজী, ও মোঃ মাহাফুজার রহমান গাজীকে তাদের  নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ২০ সেপ্টেম্বর  গ্রেফতার পরবর্তী বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

রিয়াজুল ইসলাম/


শেয়ার করুন

আরও খবর

Sponsered content