সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থেকে ৩শ পিচ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। জানা গেছে, আটককৃতের নাম মোঃ হাফিজুল ইসলাম(২১) তিনি কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চলাকালে এসআই শিমুল হালদার, এএসআই এম.ডি মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় খারহাট গ্রামের জনৈক প্রেম চন্দ্র হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর”হতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাফিজুল নামের ওই মাদক চোরাকারবারিকে আটক করাহয়। পরে তাকে কালিগঞ্জ থানায় একটি মাদক মামলা দেওয়া হয়েছে। মামলা নং-২৩। গ্রেফতার পরবর্তী বিচারার্থে তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
রিয়াজুল ইসলাম/