সারাদেশ

সাতক্ষীরা শ্যামনগরে এক ডিভোর্সি নারীর আত্মহত্যা

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৩০:০৭

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে
সকালে ডিভোর্স, বিকালে এক নারী গলায় ওড়না পেচিয়ে  আত্মহত্যা করেছে। ডিভোর্সের পর ক্ষোভে অভিমানে আত্মহত্যা  করেছেন তিনি।  জানা গেছে , গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে লোক চক্ষুর আড়ালে  ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। নিহত আরিফা খাতুন (২২) উপজেলার কাশিমাড়ী গ্রামে আক্তারুজ্জামানের কন্যা ও আটুলিয়া গ্রামে ইয়াছিন আলীর স্ত্রী । এ বিষয়ে  কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিস দৈনিক হক কথা পত্রিকার প্রতিনিধিকে জানান,  পারিবারিক কলহের কারণে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে সকালের দিকে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর পিতার বাড়ীতে গিয়ে বিকালের দিকে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। আরিফা ৩বছর বয়সের এক কন্যা সন্তানের জননী। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রিয়াজুল ইসলাম/

শেয়ার করুন

আরও খবর

Sponsered content