রাজনীতি

১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা বিএনপির

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০২:৫৮

শেয়ার করুন

সরকার পতনের একদফা দাবিতে দেশের পাঁচ বিভাগে রোডমার্চ ও রাজধানীতে ১২টি সমাবেশ ও কনভেনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল ১৯শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি দিয়েছে দলটি।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচী সমূহ

১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার: ঢাকা জেলার জিঞ্জিরা / কেরানীগঞ্জ (নেতৃত্ব প্রদানকারী: মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান) এবং গাজীপুরের টঙ্গীতে (নেতৃত্ব প্রদানকারী: বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী) সমাবেশ।

২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার: ভৈরব-ব্রাক্ষ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোড মার্চ (নেতৃত্ব প্রদানকারী: বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী)।

২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার: ঢাকা মহানগরে যাত্রাবাড়ি (নেতৃত্ব প্রদানকারী: মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান) ও উত্তরা (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সমাবেশ।

২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া।

২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার: বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোড মার্চ (নেতৃত্ব প্রদানকারী: জনাব নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান)।

২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার: ঢাকা মহানগরে নয়াবাজার (নেতৃত্ব প্রদানকারী: জনাব নজরুল ইসলাম খান) ও ঢাকা জেলা আমিন বাজারে (নেতৃত্ব প্রদানকারী: আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান) সমাবেশ।

২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার: খুলনা বিভাগ রোড মার্চ (নেতৃত্ব প্রদানকারী: মির্জা আব্বাস ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়)।

২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার: ঢাকায় পেশাজীবী কনভেশন (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আব্দুল মঈন খান)।

২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার: ঢাকা মহানগর গাবতলী (নেতৃত্ব প্রদানকারী: নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় (নেতৃত্ব প্রদানকারী: ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী) জনসমাবেশ।

২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার: ঢাকায় মহিলা সমাবেশ (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিমা রহমান)।

৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার: ঢাকায় শ্রমজীবী কনভেনশন (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং জনাব নজরুল ইসলাম খান)।

১ অক্টোবর ২০২৩, রবিবার: ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ (নেতৃত্ব প্রদানকারী: ড. আব্দুল মঈন খান এবং জনাব নজরুল ইসলাম খান)।

২ অক্টোবর ২০২৩, সোমবার: ঢাকায় কৃষক সমাবেশ (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায়)।

৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার: কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোড মার্চ (নেতৃত্ব প্রদানকারী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী)।

আজ সোমবার বেলা আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content