রাজনীতি

আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৩:২২

0Shares

শেয়ার করুন

বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে।এর প্রতিবাদে এই সমাবেশ হবে বলে জানান।

খালেদা জিয়া সুস্থ না হলেও মনোবল দৃঢ় রয়েছে
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও তার শরিকদলগুলো। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশসহ নানামুখী কর্মসূচি পালন করেছে দলটি।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content