সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে জিডির সূত্র ধরে মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। আশাশুনি থানার জিডি নং-১২৭০,তারিখ-২৯/০৩/২০২৩ খ্রিঃ মূলে মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে থানায় জিডি হলে আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এসআই(নিঃ) বিজন কুমার সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক আশাশুনির আরার গ্রামের মোজ্জামেল হকের পুত্র মোঃ রেজা রেঞ্জামিন জুয়েলের নিকট হস্তান্তর করেন।
এছাড়াও আশাশুনি থানার জিডি নং-৩৩৫, গত ৮ আগস্ট মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্তে থানায় জিডি সূত্রে এসআই আমিনুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোনটি গত ২৭ সেপ্টেম্বর মোবাইল ফোনের প্রকৃত মালিক আশাশুনির কাদাকাটি গ্রামের ছবেদ আলী সরদারের পুত্র মোঃ মফিজুল হক(৫৬)কে নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ফোন পেয়ে তারা আশাশুনি থানা পুলিশের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ