প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৪৬:২২
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণীতে জানা গেছে, আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই মোঃ আব্বাস আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা নং-১৬(০৯)২৩ এর আসামী আশাশুনি উপজেলার সাহানগর তেতুলিয়া গ্রামের মিজানুর রহমান মন্টুর পুত্র মোস্তাফিজুর রহমান মাহিম (২২)কে আজ তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, আসামীকে আজ গ্রেফতার পরবর্তী বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
রিয়াজুল ইসলাম/