প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫৭:১৪
সাভার উপজেলা প্রতিনিধি:- বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অভিযোগে সাভারের আশুলিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
আশুলিয়ার মিয়া বাজার, জামগড়া ও আশুলিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশুলিয়ার বিভিন্ন বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় প্রায় ৫০ কেজি মাছ জব্দ করাসহ নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো এরশাদুল উম্মাহ মাদরাসায় হস্তান্তর করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত এ মাছ বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।
এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা।
মোঃ আব্দুলকাদের/