প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১২:০১:১৬
আমি মো: ইমামুল হাসান (২১) পিতা মো: আবুল কালাম মাতা সামসুন্নাহার জাতীয় পরিচয় পত্র নং ১৯৬৪১১৫৯৬৬। মধ্য বাড্ডা পোস্ট অফিস গলি।ঢাকা সিটি কর্পোরেশন।
২ সেপ্টেম্বর ২০২৩ ইং আনুমানিক সকাল দশটা ত্রিশ মিনিটে বাড্ডা পোস্ট অফিস গলি রোড এলাকায় হইতে আমার পিতা মো আবুল কালাম এর টিসিবির ভোটার আইডি কার্ডের(জাতীয় পরিচয় পত্র) হারিয়ে গেছে।এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা হয়েছে।
উক্ত কার্ডটি যদি কেউ পেয়ে থাকেন নিম্নোক্ত মোবাইল নাম্বারে জানানোর জন্য অথবা আপনার নিকটস্থ পোষ্ট অফিসে জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।পক্ষে মো: ইমামুল হাসান।ফোন ০১৭০৮৩৯২২৭০