এএফসি কাপে আগামীকাল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ম্যাচের সময়সূচি ছিল স্থানীয় সময় রাতে। ফ্লাডলাইট জটিলতায় ম্যাচটি এখন স্থানীয় সময় বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় যা বিকেল চারটা।
বসুন্ধরা কিংস মালে থেকে এক বিবৃতিতে জানায়, মালে স্টেডিয়ামে ফ্লাডলাইট সমস্যায় এএফসি ম্যাচের সময় পুনঃনির্ধারণ করেছে। বসুন্ধরা কিংস ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে বিকেলে অনুশীলন করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল মালদ্বীপের মালতে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় মালেতে বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করেন কোচ অস্কার ব্রুজন।
এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িষা, মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬ টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ