গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের গাড়ি ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবলীগ নেতাসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) ঘটনার ১২দিন পর শ্রীপুর থানায় মামলা নিল পুলিশ। ছাত্রলীগ নেতা নাছির মোড়লের মা নার্গিস আক্তারের অভিযোগের প্রেক্ষিতে এ মামলা করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আজিজুর রহমান জন, তার বড় ভাই ইমরান হাসান ডন, একই এলাকার শিপন মিয়া, মইনুল বেপারী, রুবেল মিয়া, মাওনা উত্তরপাড়া গ্রামে আলামিন শেখ, ইমরান, মুলাইদ গ্রামের সঞ্চয় সুলতান, পৌর এলাকার কড়ইতলা গ্রামের হৃদয় ড্রাইভার, নয়াপাড়া গ্রামের ফারুক হোসেন নিলয়, মাওনা মধ্যপাড়া গ্রামের রাকিব, জৈনা বাজার এলাকার রুহুল ঢালী। এছাড়াও আরও ১০/১২ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ করা হয়।
মামলার বাদী নার্গিস আক্তার জানান, গত ৩০ আগস্ট রাতে স্থানীয় মাওনা বাজারে ১ সেপ্টেম্বরের ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির প্রস্ততি সভা করছিলেন তার ছেলে নাছির মোড়ল। এ সময় তার ব্যবহৃত গাড়িতে অভিযুক্তরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করেন। তখন গাড়িতে থাকা ৫ লাখ টাকাও লুট করেন অভিযুক্তরা। পরে নাছির মোড়ল ও তার চালক গাড়ির দিকে এগিয়ে আসলে তাদের ওপর হামলা করা হয়।
এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ দিয়েছিলেন নাছির মোড়লের মা নার্গিস আক্তার। পুলিশ জানায় এ ঘটনার জেরে উভয়পক্ষের অভিযোগ থানায় জমা হয়েছিল। ঘটনার পর পরই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ বেশ কয়েক জনকে অভিযুক্ত করে মামলা করেন যুবলীগ নেতা আজিজুর রহমান জন। মামলার পর পরই জামিন পান ছাত্রলীগ নেতা নাছির মোড়ল।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, নার্গিস আক্তারের অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে। পুলিশি তদন্ত অব্যাহত আছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ