বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মাতিয়েছেন গাজীপুরের বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার গাজীপুর থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় তারা স্লোগান স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশ স্থল। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে অভিমত পেশ করেছেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা একমাত্র জাতীয়তাবাদী শক্তির মাধ্যমেই সম্ভব এবং সে কারণেই আগামী নির্বাচনে এ দেশের জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবেন।
বিএনপি নেতাদের মধ্যে এ সময় উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হচ্ছেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সুরুজ আহমেদ, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল সালাম, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু ,গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, যুবদল নেতা সুমন পালোয়ান প্রমুখ।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ