সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এক প্রাইমারি স্কুল শিক্ষিকার বাড়িতে আজ ২৭ সেপ্টেম্বর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই স্কুল শিক্ষিকা স্হানীয় বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় সে স্কুলের উদ্দেশ্য রওনা দিলে এবং তার স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাহিরে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির পিছন দিয়ে ছাদের সিঁড়ির ঘর দিয়ে ঢুকে বাড়ির দরজা ভেঙে ড্রয়ার থেকে নগত ৫ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পরে ওই স্কুল শিক্ষিকা বাড়িতে এসে দেখতে পায়
তার পোশাক এবং মূল্যবান ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ড্রয়ার খুলে নগত টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বিষয়টি পরে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারকে জানালে এসআই শোভন এবং এসআই শামিম স্হানীয় গ্রাম পুলিশকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে দেবহাটা থানায় জিডি করা হয়েছে বলে জানা যায়।
রিয়াজুল ইসলাম/
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ