নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক নিহত ও জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে শহরের রাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এক সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা আক্তার নিহত ও জেলা প্রতিনিধি ফেরদৌসী আক্তার গুরুতর আহত হয়েছেন।
নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)। তারা আলোর জগত নামে একটি পত্রিকায় সাংবাদিক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করত বলে জানায় স্বজনরা।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক জানান, আজ ভোর পাঁচটার দিকে উল্লেখিত দুই সাংবাদিক একটি ভাড়া মোটরসাইকেল যোগে একটি পিকআপ ভ্যান এর পিছনে পিছনে ঠাকুরাকোনা থেকে নেত্রকোণা আসছিলো। রাজুর বাজারে পৌঁছলে পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিকদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে ফেরদৌসী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ