মহাদেশীয় দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে গড়াবে কিনা সেই দোলাচলের মাঝেই গত ৩১ আগস্ট পর্দা উঠেছিল এশিয়া কাপ আসরের। দেখতে দেখতে সেই আসরে পর্দা নামার সময় চলে এসেছে। সমাপনী মঞ্চে আজ (রোববার) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
ভারত-শ্রীলঙ্কার মধ্যকার এই ফাইনালে বাংলাদেশি দর্শকদের অবশ্য আগ্রহের কমতি থাকার কথা। কেননা সুপার ফোর থেকেই টাইগারদের বিদায় হয়ে গেছে। তবে বিশ্বকাপের আগে আরেকটি বড় আসরের মহারণ থেকে নজর সরাতে চাইবেন না কেউই।
ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই রয়েছে ইনজুরি সমস্যা। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল এবং মহেশ থিকশানা। তবে বিশ্রাম কাটিয়ে ফেরা বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াদের দেখা মিলবে এদিন। এছাড়া লঙ্কানদের হয়ে দেখা যেতে পারে শেষ ম্যাচের একাদশই, কেবল থিকশানা বাদে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ