বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৪ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ১ হাজার ১৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ডেঙ্গুতে মারা যাওয়া আব্দুর রাজ্জাক পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। তিনি গত সোমবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩২৪ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৪৫ জন, ভোলায় ৪০ জন, বরগুনায় ২৮ জন ও ঝালকাঠিতে ৪ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২১ হাজার ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৪১ জন। এছাড়া গোটা বিভাগে ৮৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৮ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৭ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ