প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৮:৫৯
দুজনই ভিন্ন ইন্ডাস্ট্রির। একসঙ্গে কাজও করছেন না। এক জন অভিনেতা অনুপম খের ও অন্যজন অভিনেতা ও সাংসদ দেব। দুপ্রজন্মের দুই অভিনেতা পাশাপাশি হাসিমুখে বসে আছেন। শুধু একসঙ্গে আলাপচারিতা নাকি এই দেখা হওয়ার পেছনে অন্য গল্প রয়েছে? তা অবশ্য জানা যায়নি। তবে দেবের সিনেমা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অনুপম।
দেবের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবি পোস্ট করে অনুপম লেখেন, “আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে।”
এদিকে অনুপমের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে দেব যে কতটা খুশি হয়েছেন, বোঝা গেল তার হাসি দেখেই।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এ বার দেব সবাই ধীরে ধীরে চেষ্টা করছেন মুম্বই ইন্ডাস্ট্রিতে পসার জমানোর। এক দিকে প্রসেনজিৎ যেমন হিন্দি সিরিজে কাজ করছেন, অন্য দিকে কিছু দিন আগে জিতের ছবিও মুক্তি পেয়েছিল হিন্দিতে। এবার সেই পথে দেব। ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’। নায়ক তাই ব্যস্ত প্রচারের কাজে। অগস্ট মাসে ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ মুক্তি পেতে না পেতেই পুজোর ছবির কাজে মন দিয়েছেন প্রযোজক-অভিনেতা। সঙ্গে আবার চলছে ক্রিসমাসের ছবির শুটিং।