ক্যারিয়ারের শুরু থেকেই বেশ ধারবাহিক তাওহীদ হৃদয়। তবে চলমান এশিয়া কাপের শুরুর ৩ ম্যাচে রান পাননি। এর আগে একটানা এতটা খারাপ সময় যায়নি তার। তবে সর্বশেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এবার ভারতের বিপক্ষেও ভালো কিছু করার প্রত্যয় তার কণ্ঠে।
আজ বিকেলে শ্রীলঙ্কায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানান, ‘আমার মনে কোনো এক্সপেকটেশন নাই। আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমি যখন মাঠে যাব, তখন ট্রাই করব, টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার। আমরা টুর্নামেন্টে নাই, বেশি কিছু ভাবছি না, ভালোভাবে শেষ করার প্রত্যাশা।’
মুশফিকুর রহিম না থাকায় হৃদয়দের সুযোগ থাকছে আরও ভালো কিছু করে দেখানোর। তবে হৃদয় বলছেন, ‘আমি আসলে এইভাবে চিন্তা করি না। কার সঙ্গে খেলা, কার দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি সব সময় ট্রাই করি আমার যে প্রসেস আছে সেই প্রসেসে থাকার জন্য। যে দিনটাতে আমি খেলব, সেই দিনটা আমি সব সময় ট্রাই করি যে টিমের জন্য যেন কন্ট্রিবিউট করতে পারি।’
পেছনের সব ভুলে তরুণ এই ব্যাটার তাকাতে চান সামনে, ‘আমরা আগেও যেটা বলেছি, যেটা চলে গিয়েছে ওইটা নিয়ে আমরা ভাবি না। আমরা বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করব ভালোভাবে শেষ করতে। যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা যেতে পারি।'
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ