প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৪:৪২
মুশফিকের ৬ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। দলের সেরা ব্যাটার কেন ছয়ে? এমন প্রশ্ন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর ফেসবুকে নিজের ক্ষোভের কথা জানান তিনি।
তাপস বলছিলেন, ‘দেশের সেরা ব্যাটার ব্যাটিংয়ে আসে ৬ নম্বরে! তাও আবার এশিয়া কাপে! আমরা ছোট মানুষ জ্ঞান কম, বুঝি না।’
এদিকে ব্যাট হাতে সাকিব চার নম্বরে ব্যর্থ হলেও বল হাতে ছিলেন দলের সবচেয়ে সফল বোলার। এদিন ১০ ওভার বোলিং করে সাকিব দিয়েছেন ২৯ রান, সঙ্গে নিয়েছেন ২টি উইকেট! সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সে তাপস মজার ছলেই বলেন, ‘সাকিবের জন্য কি ১৫-২০ ওভার করতে পারার অনুমতি চাও যায় না?’
কয়েক দিন আগেই বেফাঁস মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন তাপস, ‘এশিয়া কাপে আমাদের দল অন্যান্য দলের তুলনায় চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশ দল অনেক দুর্বল। একটা ম্যাচে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট… তিন ওভারে ৪০ কে করবে? আমাদের ঐ শক্তিই নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা।’
টাইগারদের এই সাবেক পেসার আরো বলেছিলেন মিরপুরের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা, ‘আমার সমস্যা এখানেই। মিরপুরে আমরা এত ভালো খেলি। এখানকার ক্রিকেট আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনও দেখবেন না আমরা ৩৩০-৩৪০ করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০, ৩৫০ রান হবে। কারণ খেলাটা এত গরম, ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না।’