সারাদেশ

সাতক্ষীরায় মোটরসাইকেলের চাকা পিছলে ডাম্প ট্রাকের নিচে পড়ে কৃষি কর্মকর্তা নিহত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৩:০২

0Shares

শেয়ার করুন

সাতক্ষীরা  প্রতিনিধি: সাতক্ষীরা – খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় ডাম্প ট্রাকের নিচে পিষ্ট হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার(৪৫) নিহত হয়েছে। গতকাল  রাত আনুমানিক ৯টার দিকে  এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের  বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন।  ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় তার পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম সাংবাদিকদের  জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিয়াজুল ইসলাম?

শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content