সারাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫৮:৩৩

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় পানিতে ডুবে গতকাল দুপুরে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু কন্যা উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (০৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (০৫)। তারা উভয়ই স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল  মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাত একই সাথে স্কুল শেষ করে বাড়িতে ফেরে। দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা উভয়ে একসাথে খেলা করছিলো। খেলা করার কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের মধ্য একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ  উদ্ধারের চেষ্টাকালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি জানা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের নিজ নিজ ছেলেমেয়ের বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো উচিত বলেও জানান তিনি।
রিয়াজুল ইসলাম/

শেয়ার করুন

আরও খবর

Sponsered content