সারাদেশ

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১২:৩৩

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের অভিযানে গতকাল  ১৮/০৯/২০২৩ তারিখে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,
  সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের তত্ত্বাবধানে আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেফতার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই মিঠুন মন্ডল তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আশাশুনি উপজেলার বাগালী গ্রামের খোকন সানার পুত্র হোসাইন সানা(২৭)কে  মানিকখালী এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় নিয়মিত মামলা নং-১৯(৯)২৩ রুজু করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, গ্রেফতারকৃত  আসামীকে গ্রেফতার পরবর্তী বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও খবর

Sponsered content