সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরের ‘সেবা ক্লিনিক ‘ সিলগালা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২০:০৭

0Shares

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : গতকাল জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরার নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা এর তত্ত্বাবধান ও উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর এর নির্দেশে শ্যামনগর এ অবস্থিত সেবা ক্লিনিক এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা, সদ্যোজাত শিশুকে বাইরের খাবার দেয়া, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে সেবা ক্লিনিক সিলগালা করে দেয়া হয়।

ক্লিনিকে থাকা রোগীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডাক্তার মো: তরিকুল সহ তার টিম, মোবাইল কোর্টের, শ্যামনগর থানা পুলিশের চৌকস সদস্য জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান ৷

রিয়াজুল ইসলাম/


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content