প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ১০:৩১:৪৭
২০২৩ সালে “Compassionate Foreigner” ক্যাটাগরিতে তিনজনকে মনোনীত করা হয় । এদের দুইজন বাংলাদেশী এবং একজন মিয়ানমার নাগরিক ছিলেন ।
বাংলাদেশীদের মধ্যে ছিলেন সফিকুল ইসলাম এবং এইচ এ সাঈদ ।
বিজ্ঞ বিচারকগন সফিকুল ইসলাম কে “Compassionate Foreigner” হিসেবে বিজয়ী ঘোষণা করেন ।
অতীতে এবং এই বছর বাংলাদেশী মনোনয়ন পেলেও এই প্রথম কোনো বাংলাদেশী “সিংগাপুর সাইলেন্ট হিরো” বিজয়ী হয়েছেন বলে জানা যায়’ঢাকা টু সিঙ্গাপুর’ পেজের মাধ্যমে।
মনোনীত ২১ জন প্রার্থীদের এবং বিজয়ী ৫ জনের জন্য গত ২৮ শে সেপ্টেম্বর ২০২৩ হোটেল সাংগ্রিলায় বর্নাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
বিজয়ীদেরকে সিংগাপুরের ডেপুটি প্রাইম মিনিষ্টার মি: লরেন্স ওয়াং “সিংগাপুর সাইলেন্ট হিরো ২০২৩” এওয়ার্ড বিতরণ করেন ।
একজন বাংলাদেশী বলেন,আমরা আশাকরি ভবিষ্যতেও আরও বাংলাদেশী “সিংগাপুর সাইলেন্ট হিরো” বিজয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ।