খেলাধূলা

বাংলাদেশের জয় নিয়ে যা বললেন তামিম

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ১:৪১:৫১

শেয়ার করুন

 

 

বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। ভারত অভিযানের শুরুটা রাঙানোয় অভিনন্দনের জোয়ারে ভাসছেন টাইগার ক্রিকেটাররা। অভিনন্দন জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররা।

 

আফগানবধের দুই নেপথ্য কারিগর সাকিব ও মিরাজের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টাইগার ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

প্রাথমিকভাবে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশের জন্য আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল নিঃসন্দেহে। এ ছাড়া বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগের দিন দল ঘোষণা, মাস দুয়েক আগে অধিনায়কত্বে পরিবর্তন, ওপেনিং জুটিতে মিউজিক্যাল চেয়ারের মতো পরিবর্তন— সবমিলিয়ে কিছুটা হলেও মানসিকভাবে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে মাঠের বাইরের এসব বিতর্ক পারফরম্যান্স দিয়ে ছাপা দিতে চলেছে টাইগাররা। আফগানদের বড় ব্যবধানে হারিয়ে নেটরানরেটও বাড়িয়ে রেখেছে সাকিবের দল।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তামিম নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ! দারুণ শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

পরে যদিও এক ভিডিও বার্তায় তামিম জানান, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নিজেই। এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেছিলেন।

 


শেয়ার করুন