প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১:২২:৪৮
সাতক্ষীরা প্রতিনিধি- বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের ফয়েজ হোসেন (২২) ও খুলনার রায়ের মহল এলাকার হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, দুই মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর আরো একজন মারা যায়।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
রেজাউল ইসলাম/