রাজনীতি

মানবিক রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান নুরের

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৩ , ৩:০৬:১৩

শেয়ার করুন

 

 

বিশ্বের মানবিক রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশ সরকার ফিলিস্তিন ইস্যুতে একটি বিবৃতি দিয়েছে। যে বিবৃতিতে তারা দ্বিচারিতা করেছে, ভন্ডামি করেছে। তারা যুদ্ধ বিরতির কথা বলেছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে না। ইসরায়েল নিরিহ ফিলিস্তিনিদের ওপর হামলা করছে, আক্রমণ করছে। আর ফিলিস্তিনিরা প্রতিরোধ করছে, আত্মরক্ষার্থে রকেট ছুঁড়ছে। এটি কোনো যুদ্ধ নয়। সামনে নির্বাচন, সরকার মুসলিমদের আবেগ নেওয়ার জন্য ভন্ডামিমার্কা বিবৃতি দিয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নজরদারি করার জন্য ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্রপাতি কিনেছে। এই সরকার ভারতীয় গোয়েন্দা সংস্থার‌ মাধ্যমে ইসরায়েলের নেতা-কূটনীতিকদের সঙ্গে সমঝোতা করেছে। তারা যদি চতুর্থবার আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় আসতে সহযোগিতা করে, তাহলে এখানে সরকার ইসরায়েলকে দূতাবাস খুলতে দেবে। এই সরকার ক্ষমতায় যেতে তলে তলে ইসরায়েলের সঙ্গে সমঝোতা করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ফিলিস্তিনের নাগরিকরা যখন নির্যাতিত হয় তখন পশ্চিমা মিডিয়াগুলো নিরব থাকে। প্রকৃত ঘটনা তারা তুলে ধরে না। বিপরীতে যখন নির্যাতিত-নীপিড়িত ফিলিস্তিনের লোকজন যখন পাথর ছুঁড়ে, নিজেদের আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলে… সেটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে। এই ভন্ডামী আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিত্যাগ করতে হবে।’

‘আগামী নির্বাচন যাতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, সেজন্য এই অক্টোবর মাসে গণআন্দোলন শুরু হবে। সেই গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করে ভারতের দোসর আওয়ামী সরকারকে হটাতে হবে, পরাজিত করতে হবে।’

এসময় গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content