প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ১১:২৪:১৫
২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। সোমবার সকালে দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয় বলে মানবজমিনকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।
তিনি বলেন, কীভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। কোন প্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।