নাগরিক প্রতিবেদন

সাভার ও আশুলিয়ায় দুর্গাপুজোর প্রস্তুতি

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ৩:৪৬:১১

শেয়ার করুন

মোঃ আব্দুল কাদের,সাভার উপজেলা প্রতিনিধি-আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনের জন্য বাংলাদেশের জেলা গুলিতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।সেই ধারাবাহিকতায় । সাভার এবং আশুলিয়া তে ও চলছে প্রতিমা তৈরির কাজ । ইতিমধ্যে সাভার এবং আশুলিয়ায় বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন মন্দিরে কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

আগামী ২১ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা মহাসমারোহে শুরু হবে। এবার দূর্গা দেবীর ঘোটকে আগমন এবং গমন।
সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। চিরায়ত ধর্মীয় ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এবার সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যেন কোন বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা-বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রতিমা তৈরীর স্থান সমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content