রাজনীতি

হরতালে আশুলিয়ায় বিএনপি-জামায়াত নেই মাঠে,সড়কে নেই যানবাহন

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ১১:৫৬:২৯

শেয়ার করুন

আব্দুল কাদের (সাভার)উপজেলা থেকেঃ সারাদেশে বিএনপি-জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে আশুলিয়ায় নেই তারা মাঠে। তবে হরতালের প্রতিবাদে হাতে লাঠি নিয়ে সো-ডাউন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ  সাইফুল ইসলামের নেতৃত্বে সো-ডাউন করেন তারা।রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে হরতালের পক্ষে বিএনপি-জামায়াতের কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি।আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। আগের দিনের তুলনায় যান্ত্রিক যানবাহন চলাচল ছিল অনেকটাই কম। স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি ছেড়ে যেতে দেখা যায়নি। মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের দখলে ছিলো।আশুলিয়ায় পোশাক শ্রমিক মহিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, হরতালে কারখানা খোলা রয়েছে। তাই জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে। বাস কম থাকায় অটোরিকশা দিয়ে যেতে হচ্ছে।রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া শামীম নামের এক চাকুরিজীবীর সাথে কথা হলে তিনি বলেন, ঢাকায় চাকরি করি তাই জীবনের ঝুঁকি নিয়েও কর্মস্থলে যেতে হবে। বাস পেতে বিলম্বিত হচ্ছে বাসের জন্য অপেক্ষা করছি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content